সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরন।

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার অনাবদি পতিত জমি, ও বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার লক্ষ্যে – প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে । দুইদিনব্যাপী প্রশিক্ষন শেষে পারিবারিক কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রজাতির সবজী, ফুল -ফলের গাছের চারা ও বীজ বিতরন করা হয়।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে- বুধবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার প্রশিক্ষণ হলরুমে – দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন সবজী বীজ, ফুল-ফল গাছের চারা বিতরণ করার পরে পারিবারিক কৃষকদের -সদর উপজেলার কৃষি ছাদবাগান দেখানো হয় এবং সবাইকে পারিবারিক বাগান করার ও গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন -সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

উক্ত দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন – জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আ,জা,মু আহসান শহীদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক দায়িত্বে ছিলেন, সদর উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর কৃষিসম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত, অ্যামেলিয়া জান্নাত সহ অন্যান্য কর্মকর্তাগণ।