সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবলের চাকুরী দেয়ার নামে প্রতারণা করায় ১জন গ্রেপ্তার।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেয়ার নামে পেশাদার প্রতারক সেলিম রেজাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই উপজেলার রামকান্তপুর দাসপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য শাহজাহান আলীর ছেলে। তার কাছ থেকে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এ তথ্য জানান। এ সম্মেলনে তিনি বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন গোয়েন্দা বিভাগের তথ্যর ভিত্তিতে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার গভীর রাতে ওই গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম ড্রাইভারের বাড়িতে উল্লাপাড়া থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে নগদ প্রায় দেড় লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ১২টি ফাকা চেকের পাতা, ১৫ জনের এসএসসি সার্টিফিকেট, বিভিন্ন লোকের স্বাক্ষরিত ৩৯টি ১০০ টাকার নন জুডিশিয়াল ফাকা স্ট্যাম্প, ১০ জনের আর্মি সৈনিক রিক্রুটমেন্টের এডমিট কার্ড ও ১৯ টি সিম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এ প্রতারণার কাজে জড়িত রয়েছে।
তিনি আরো বলেন, আইজিপি মহোদয়ের দুর্নীতি মুক্ত পুলিশ কনস্টেবল নিয়োগে নতুন পদ্ধতি চালু করেছেন। এ নিয়োগ সংক্রান্ত নতুনভাবে প্রচলিত প্রদ্ধতি সম্পর্কে অবহতিকরণ এবং সচেতনতার জন্য ভিডিও ফুটেজ তৈরী করে টিভি চ্যানেল ইউটিভ ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করেছেন।
ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকেও এসব ভিডিও জেলার জনসমাগম স্থানগুলোতে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রদশন করা হয়েছে। এ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে কোন অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই সিরাজগঞ্জে ৫ সহস্রাধিক আবেদনের মধ্যে ২ হাজার ২০০ জন প্রার্থীকে বৈধ হিসেবে গন্য করা হয়েছে। আগামী ২ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শুরু করা হবে। সাংসদ উপ-নির্বাচন কারণে এ তারিখ পরিবর্তন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম (সদর), ওসি হুমায়ন কবীর, এসআই খোকন প্রমূখ।