সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশের মহাসড়কে ডিউটি সংক্রান্ত ব্রিফিং প্যারেড

 

মাসুদ রেজা, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের ডিউটি ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) সিরাজগঞ্জ পুলিশ লাইনস শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের ডিউটি ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত ও ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। দায়িত্ব পালনে অবহেলা বরদাস্ত করা হবে না। বিশেষ করে মহাসড়কের ডিউটিতে নিয়জিত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান দেন।

উক্ত ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং অন্যান্য জেলা থেকে আগত মহাসড়কের ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।