সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুকুর থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের একদিন পরে পুকুর থেকে নিখোঁজ সৌরভ (৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা মোস্তফা কামাল রিপন।

মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সৌরভ ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওসি তদন্তের নেতৃত্বে আমাদের একটি টিম সেখানে গিয়েছে। ঘটনাস্থল থেকে রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, আমরা মাত্রই ঘটনাস্থলে এসে পৌছালাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরে বিস্তারিত জানানো যাবে।

জানা গেছে, গতকাল সোমবার দুপুরে নিখোঁজ হয় সৌরভ। একদিন পর গোপালপুর গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।