সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পি,ডাব্লিউ, ডি এর উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ।

আজিজুর রহমান মুুুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়ায় অবস্থিত বেসরকারি সংস্থা “নারীর মানবাধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পি,ডাব্লিউ,ডি) এর উদ্দ্যোগে ও মুসলিম হেলফেন ও এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনের সহযোগিতায় শতাধিক অসহায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পি,ডাব্লিউ,ডি) এর অফিস থেকে শতাধিক শীতার্থ প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, অসহায়-হতদরিদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পি,ডাব্লিউ,ডি এর নিবার্হী পরিচালক, হুসনে আরা জলি, উপদেষ্টা ও সভাপতি, এস,ডি,আর, মো: শরিফুল ইসলাম, পি,ডি, মেজবাহ আলম, পি,ও, শাহানা পারভীন সমাজসেবক, উজ্জ্বল অধিকারী, সোহাগ প্রমুখ।