সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পারিবারিক কলহে ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীর সাথে ঝগড়া করে ক্ষোভের বসবতি হয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আলম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে রেললাইনের উপর দিয়ে হাটার সময় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কের চক শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম উপজেলার হায়দারপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বলেন, শনিবার সকালে চক শাহবাজপুর এলাকায় রেললাইন দিয়ে হাটছিলেন আলম হোসেন। এ সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি চলে আসে এবং তিনি কাটা পড়েন।
তিনি আরও বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।