সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পাবদা, শিং, মাগুর মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
 
রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পাবদ, শিং, মাগুর মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  সিনিয়র সদর উপজেলা মৎস্য  কর্মকর্তার কার্যালয়, সিরাজগঞ্জের বাস্তবায়নে –  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণের ১ম  (উদ্বোধনী )  দিনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন, ঢাকা এর উপ-পরিচালক (অর্থ ও পরিকল্পনা)  মোঃ সাহেদ আলী। 

উক্ত  প্রশিক্ষণের সভাপতির সভাপতিত্ব করেন এবং  চাষীদের প্রশিক্ষণ সংক্রান্ত সার্বিক ধারণা প্রদান করেন,, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।

প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন।

 এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন ও ক্ষেত্র  মোঃ গোলাম রাব্বি। 
উক্ত প্রশিক্ষণের সমাপনী  রোববার  হবে। এ প্রশিক্ষণে  সিরাজগঞ্জ সদর উপজেলার ২৫ জন মৎস্যচাষী  প্রশিক্ষণ অংশ  গ্রহণ করে ।