সিরাজগঞ্জে পানিতে ডুবে বিশ্ব মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
পানিতে ডুবে বিশ্ব মৃত্যু প্রতিরোধ দিবস
-২০২২ উপলক্ষে সিরাজগঞ্জে র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গণমাধ্যম ও উন্নয়ন সংগঠন, সমষ্টি সিরারগঞ্জের আয়োজনে সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে পুলিশ ক্যাফে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও সমষ্টি সিরাজগঞ্জের সমন্বয়ক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নূরুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মাদ, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি দৈনিক কালের কন্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইসরাইল বাবু, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, সিরাজগঞ্জ জেলা সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদে’র স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পানিতে ডুবে-মৃত্যুর মতো প্রতিরোধযোগ্য কারণেও বিভিন্ন দেশে শিশু ও কিশোর-কিশোরীগণ অকালে প্রাণ হারাচ্ছে। পানিতে ডুবে-মৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, জাতীয় পদক্ষেপকে উৎসাহিত করা এবং এ বিষয়ক সর্বোত্তম অনুশীলন ও সমাধানসমূহ পারষ্পরিকভাবে ভাগ করে নেওয়ার লক্ষ্যে ২৫ জুলাইকে বিশ্ব ‘ডুবে-মৃত্যু প্রতিরোধ’ দিবস হিসেবে ঘোষণা দিয়েছে সাধারণ পরিষদ। এতে পানিতে ডুবে-মৃত্যু রোধ পদক্ষেপটির সাথে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কিত বৈশ্বিক কাঠামোগুলোর সংযোগের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশ কয়েকটির অর্জনকে এগিয়ে নেওয়ার জন্য এটি তাৎপর্যপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। রেজুলেশনটির অপারেটিভ অনুচ্ছেদে পানিতে ডুবে-মৃত্যু প্রতিরোধে জাতীয় ফোকাল পয়েন্ট নিয়োগ, জাতীয় প্রতিরোধ পরিকল্পনা ও কর্মসূচি উন্নয়ন, জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন, সচেতনতা তৈরি করা, আন্তর্জাতিক পদক্ষেপকে সহযোগিতা করা এবং এ বিষয়ক গবেষণা ও উন্নয়নকে এগিয়ে নিতে সদস্য দেশসমূহকে উৎসাহিত করা উচিৎ।