সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্য
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি ) :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বীর ভদ্রঘাটে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
৫ এপ্রিল রবিবার উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই শিশুর নাম মো. রেজুয়ান (৭)। সে একই গ্রামের বাসিন্দা নাসীর উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু রেজুয়ান।খেলার একপর্যায়ে দুপুরে মায়ের সাথে পুকুরের যায়, মা কাপড় ধোয়ার সময়ে সে অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
রেজুয়ানের বাবা জানান অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামারখন্দে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এই বিষয়ে কিছু জানা নেই, আর কেউ কিছু জানায়নি।