সিরাজগঞ্জে পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এরা হলো উপজেলার রূপবাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেলাচাপরি মিস্ত্রীপাড়ায়
গ্রামের মৃত মদন সূত্রধরের ছেলে প্রান্ত সূত্রধর (১০) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের পরিতোষ মূত্রধরের ছেলে চঞ্চল সূত্রধর (৭)।নিহত চঞ্চল সূত্রধর, নিহত প্রান্ত সূত্রধরের সম্পর্কে ভাগ্নে হয়। চঞ্চল
সূত্রধর তার মা মঞ্জু সূত্রধরের সাথে মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এসে এদিন দুপুরে মামার সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
এ ঘটনায় মুহুর্তে বিয়ের অনুষ্ঠান শোকে পরিণত হয় ও বিয়ের সব আয়োজন বন্ধ হয়ে যায়।এ বিষয়ে নিহত প্রান্তর কাকা সুজিত সূত্রধর জানান, এ দিন সকাল থেকেই বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। আর কিছু সময়ের মধ্যেই বরযাত্রী চলে আসবে। এ জন্য সকলেই নাওয়া খাওয়া সেরে নিচ্ছিল। সবার সাথে এ দু‘জনও বাড়ির পাশের হুরাসাগর নদীতে গোসল করতে যায়। তারা দু‘জনই এক সাথে পানিতে নেমে খেলা করছিল। সবার অলক্ষে এক পর্যায়ে সাতার না জানা চঞ্চল গভীর পানিতে ডুবে যাওয়ার সময় চঞ্চল তাকে উদ্ধার করতে এগিয়ে লেগে দু‘জনই গভীর পানিতে ডুবে
যায়। অনেক খোজাখুজি করেও তাদেও পাওয়া যায়না। ২ ঘন্টা পর তাদের লাশ পানিতে ভেসে উঠে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ে বাড়িতে এখন আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে।এ বিষয়ে রূপবাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি আরো বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।