সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ০১সদস্য আটক

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর, রায়গঞ্জ ও কামারখন্দ থানাধীন বিভিন্ন এলাকার মধ্যে গত কিছুদিন যাবৎ পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার রাতের অন্ধকারে চুরি হওয়ার কারণে জেলা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ০১সদস্য গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্তে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম সংবাদ সম্মেলন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় গােয়েন্দা শাখার একটি চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৈদ্যুতিক মিটার চুরির সাথে জড়িত ব্যক্তি মােঃ বাকিরুল ইসলাম রাকিব(২৬), পিতা-মােঃ দেলবার হােসেন, গ্রাম-চড়িয়া মধ্যপাড়া, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জকে সনাক্ত করে তাকে সলংগা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রাম হতে ২৮/০১/২০২২ খ্রি. তারিখ দিবাগত রাত্রি ০১.৩০ ঘটিকার সময় (২৯/০১/২০২২খ্রি.) গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তী সময় পর্যায়ক্রমিক এবং নিরবিচ্ছিন্ন জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী রাকিব(২৬) কাজিপুর থানা এলাকার হাজরাহাটি গ্রাম হতে ০১টি, মাথাইলচাপড় গ্রাম হতে ০১টি, রৌহাবাড়ী গ্রাম হতে ০২টি, হাটশিরা গ্রাম হতে ০২টি এবং রায়গঞ্জ থানা এলাকার এলাঙ্গী মধ্যপাড়া গ্রাম হতে ০১টি সহ সর্বমােট ০৭টি বৈদ্যুতিক মিটার চুরি করেছে বলে স্বীকার করে।এ সময় তার দেওয়া তথ্যমতে উক্ত ০৭টি বৈদ্যুতিক মিটার এবং চোরাই কাজে যন্ত্রপাতি ও ব্যাগ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে আরাে জানায় যে, চুরির জন্য সে একটি পিঠে ঝুলানাে ব্যাগের মধ্যে মিটার খােলার বিভিন্ন যন্ত্রপাতি বহন করে। যে এলাকায় সে মিটার চুরি করবে বলে ঠিক করে সেই এলাকায় সকালে চলে যায় এবং ঘুরে ঘুরে এলাকার বিভিন্ন পােলে থাকা বৈদ্যুতিক মিটার দিনের আলােতে রেকি করে রাখে। পরবর্তীতে রাত্রি গভীর হওয়া পর্যন্ত সে উক্ত এলাকায় গােপনে অবস্থান করে। রাত্রি গভীর হলে রেকি করা মিটার গুলাে পােল হতে খুলে উক্ত স্থানে একটি নির্দিষ্ট বিকাশ নম্বর কাগজের টুকরােতে ঝুলিয়ে রাখে। উক্ত বিকাশ নম্বরটি ক্ষতিগ্রস্থ ব্যক্তি/গ্রাহক পাওয়ার পরে আসামীর সাথে যােগাযােগ করলে মিটার ফিরিয়ে দেওয়ার শর্তে সে বিভিন্ন পরিমাণের টাকা দাবী করে। দাবীকৃত টাকা পেলে সে চুরি হওয়া মিটার কোন একটি নির্দিষ্ট স্থানে রেখে উক্ত ক্ষতিগ্রস্থ ব্যক্তি/গ্রাহককে চুরি হওয়া মিটার পাওয়ার স্থান মােবাইল ফোনে বলে দেয়। ঘটনা সংক্রান্তে ইতােমধ্যে কাজিপুর থানা ও রায়গঞ্জ থানায় ০২ টি পৃথক নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে।

এ সময় মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব ইমরান রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।