সিরাজগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা,ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা মূলক র্যালি প্রদর্শন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদ , সিরাজগঞ্জ পৌরসভার সহযোগিতায় ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র্যালি প্রদর্শন মশক নিধন কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে ওই বণার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে র্যালির নেতৃত্বদেন ও প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন,সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, পৌরপ্যানেল মেয়র-৩ রুমানা রেশমা, পৌরকাউন্সিলর নাছিমা বেগম, সালমা খাতুন,মমতাজ পারভীন, আলাউদ্দীন আহমেদ শিশির, সিরাজুল ইসলাম, শাহাদৎ হোসেন, বেল্লাল হোসেন সহ অনেকে এবং জেলা পর্যায়ের কর্মকর্তা ও জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ ।