সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নৌকার প্রার্থী হেনরীর প্রচারণায় সম্মেলিত সাংস্কৃতিক জোট

সিরাজগঞ্জ প্রতিনিধি:

আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা।

বুধবার(২০’ডিসেম্বর) দুপুরে সম্মেলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রচারণার অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নৌকার প্রার্থী ড.জান্নাত আরা তালুকদার হেনরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

এসময় সিরাজগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী ড.জান্নাত আর তালুকদার হেনরী,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির,সদস্য বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, সদস্য জিহাদ আল-ইসলাম, সিরাজগঞ্জ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আরেফিন মায়া, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, ছাত্রলীগ নেতা জুয়েল রানা বিজয় সহ সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।