সিরাজগঞ্জে নিয়মতান্ত্রিক ভাবে কাটাখাল পুনঃখনন ও ভূমিহীনদের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখাল খননে দ্বিতীয় দফা কাজ করা হচ্ছে। তাতে সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত ১৫ নং ওয়ার্ড হতে রেলগেট হতে মিরপুর ওয়াপদাবাধ পর্যন্ত কাটাখাল খনন সঠিক মাপ জরিপে হচ্ছেনা বলে এলাকাবাসী জানান। তারা মূলকাটাখাল খননের কাজ হতে অনেক বেশী পশ্চিম দিকে অগ্রসর হয়ে কাটাখাল পাউবো ও কর্তৃপক্ষ রেল ওয়ে জায়গার মধ্যে চলে গিয়েছে । এবং তাতে অত্র এলাকার অসহায় গরীব ভূমিহীন প্রায় পাঁচ শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। সঠিক ভাবে কাটাখালের জায়গা মাপ জরিপ করে খনন করা হোক এবং তাদের পূর্নবাসনের দাবীতে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে এক মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে ।
উক্ত মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন, প্যানেল মেয়র-(৩) ও জেলা আওয়ামী যুব-মহিলালীগের আহবায়ক রোমানা রেশমা, পৌর কাউন্সিলর আলাউদ্দীন আহমেদ শিশির, সদর আওয়ামী মহিলালীগের সভানেত্রী রুমা খাতুন, সিরাজগঞ্জ জেলা রিক্স ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বাবলু সেখ, মিরপুর মহল্লার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলাউদ্দীন আলা, পঞ্চায়েত সদস্য মোঃ আব্দুল কুদ্দুস, ১৫ নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন সুজন, ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ রুবেল প্রমুখ।
উল্লেখ্য, এ ব্যাপারে, ভূমিহীনদের পক্ষ হতে গত ১৯ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।