সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নির্বাচনকে কেন্দ্র সন্ত্রাসীরা বিএনপি’র ২ নেতা কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ-২( সদর-কামারখন্দ) আসনের বিএনপি (ঐক্যফ্রন্ট) এর প্রার্থী বেগম রুমানা মাহমুদ নির্বাচনী ধানের শীর্ষের প্রচারনায় জন্য শনিবার (২২ডিসেম্বর-২০১৮) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর পৌর এলাকার চররায়পুরে প্রচারনা করার যাওয়ার কথা ছিলো ।

এসময় অপেক্ষামান স্হানীয় নেতারা ও জেলা যুবদলের যুগ্নআহবায়ক নাজমুল হক চররায়পুর চৌধুরী পাড়ায় অবস্হান করছিলো কিন্তু হঠাৎ করে কয়েকজন স্হানীয় আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা তার উপর হামলা করে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্নক ভাবে আহত করেছেন বলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর অনেকেই জানান। গুরুতর আহত নাজমুল হককে চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এছাড়াও চররায়পুরে বিএনপি কর্মী শফি আলম ও আবু সাঈদের বাড়ীঘরে ভাংচুর ওলুট -পাটেরঘটনা ঘটেছে বলে স্হানীয় বিএনপির নেতাকর্মীরা জানান ।

অপরদিকে, বেলা সাড়ে১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিবসড়স্হ কুটুমবাড়ী হোটেলে সামনে জেলা বিএনপি’রনেতা ও কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ঠান্ডুকে মোটর সাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা হামলা করে তাকেও হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নকভাবে আহত করেছে। সাথে থাকা মোটর সাইকেল চালক ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগনেতা এক নেতার নেতৃত্বে ২টি মাইক্রোবাস থেকে সন্ত্রাসীরা নেমে তাকে ধারালো অস্ত্র দিকে কুপিয়ে দ্রুত স্হান ত্যাগ করে। তাকে চিকিৎসার জন্য হাসপতালে ভর্তি করা হয়েছে। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং আমাদের নেতা কর্মীদের হত্যার উদ্দেশ্য তাড়া মেতে উঠেছে।

পুলিশ প্রশাসনের ভূমিকা রহস্যজনক রয়েছে। প্রতিদিনই বিএনপি’র নেতাকর্মীদের মারিপিট, বাড়ী-ঘর,প্রতিষ্ঠান ভাংচুর, প্রচার মাইক ভাংচুর ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও ভোটার দের ভয়ভীতিপ্রদর্শন করছে বলে জানান। এর মধ্যে ও সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক এমপি, সম্প্রতি পুলিশের রাবার বুলেট গুলিতে আহত বেগম রুমানা মাহমুদ তার নির্বাচনী প্রচারনা অব্যাহত রেখেছেন। শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর এলাকার পুঠিয়া বাড়ীতে ধানেরশীর্ষের ভোট দেওয়ার আহবান জানান। ধানের শীর্ষের প্রার্থী বেগম রুমানা মাহমুদ বলেন, ৩০ তারিখে আপনারা ভােট দিতে যাবেন, ভয় পাবেন না, আমি ঐ সবাসন্ত্রাসীদের রামদা, লাঠি, হকি স্টিক অস্ত্র দিয়ে যত মহড়া বা খুন করার পরিকল্পনা করুক না কেন? আমরা ধানের শীর্ষ প্রতীক মাথার উপর রেখে চলাচল করি যাতে জনগন ও প্রার্থীকে দেখতে পায় ৩০তারিখে ভোট চুরি বা,ছিনতাই না করতে পারে সেজন্য সবাইকে পাহারা দিতে হবে। ভোট দিতে পারলে ধানের শীর্ষের বিজয় হবে ফলন হবে বাম্পার । এসময় গনসংযোগে সাথে ছিলেন, জেলা বিএনপি’র নেতা যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,মহিলাদলের অনেকেই ।