সিরাজগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত করনের লক্ষ্যে জেলা প্রশাসন ও বি আর টি এ আয়োজনে জেলা আঞ্চলিক পরিবহন ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির যৌথ সভা মঙ্গলবার (১২ফেব্রুয়ারি-২০১৯) সকালে জেলাপ্রশাসকের শহীদ শামসুদ্দীন সম্মেললন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফাজ্জল হোসেন, এলজি ই ডি’র নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, বিআর টি এ -এর সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার, সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আজীবন সদস্য ও উপদেষ্টা গাজী আব্দুল মতিন মুক্তা, নেতা হাসমত আলী, আব্দুল ওয়াহাব , বাঘাবাড়ীর ট্রাক ও ট্যাংকলরী সমবায় সমিতির ডিজি এম হাজী গোলাম হোসেন, উল্লাপাড়া সমিতির সভাপতি আব্দুস ছামাদ প্রমুখ। জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সকল সড়ক -মহাসড়ক নিরাপদ রাখতে হবে, এজন্য সকল ধরনের ক্ষোভ -বিক্ষোভ অবরোধ মুক্ত রেখে দায়িত্বতার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারি, মালিক -শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক দূর্ঘটনা এড়াতে গাড়ী চালকদের দক্ষতা অর্জনের পাশাপাশি যাত্রী, পথচারী, যাত্রী সাধারন সহ জনসাধারনকে উদ্বোদ্ধ করতে হবে।