সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নায়েক ও কনস্টেবলের দক্ষতা উন্নয়ন কোর্স এর উদ্বোধন

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে জেলা পুলিশের আয়োজনে ০৬(ছয়) দিনব্যাপী নায়েক ও কনস্টেবলের দক্ষতা উন্নয়ন কোর্স এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২রা অক্টোবর) সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এর পরিচালনায় ০৬(ছয়) দিনব্যাপী নায়েক ও কনস্টেবলদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম । এ সময় পুলিশ সুপার প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল হক, কমান্ড্যান্ট, আইটিসি, সিরাজগঞ্জ, মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষনার্থী।