সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শুভকামনা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ইতিহাস- ঐতিহ্য – গৌরব, আন্দোলন, সংগ্রাম ও সফলতার ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, বুধবার সকালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেলে সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট, আলহাজ্ব কে, এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোরহাব আলী এবং সঞ্চালনায় ছিলেন, জাতীয় শ্রমিক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের চাঁন।

এ সময় আরো বক্তব্যে রাখেন, জাতীয় শ্রমিক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রতু, প্রচার সম্পাদক আব্দুল বাসেত বাবু প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জাতীয় শ্রমিক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।