জাতীয়

সিরাজগঞ্জে নাট্যচক্রের ১৮ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী উৎসব শুরু।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের অন্যতম নাট্য সংগঠন নাট্যচক্রের ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। উৎসব চলছে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারী-২০১৯ পর্যন্ত। অনুষ্ঠানমালা মঞ্চায়িত হচ্ছে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ারে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শুক্রবার ভোর ৬টায় শহরের মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় স্বাধীনতা স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শের-এ-বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবু, নাট্য ব্যক্তিত্ব আনু ইসলাম, নাট্যচক্রের উপদেষ্টা ও দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, নাট্যচক্রের সভাপতি অনুপম ফরিদী, সাধারণ সম্পাদক ইমরান মুরাদ প্রমুখ। সন্ধ্যায় আলোচনা সভার প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দআসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুুুন্না।