সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নবনির্মিত পুলিশ মার্ট এবং পুলিশ পার্ক এর শুভ উদ্বোধন

 

মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফাঁকা স্থানে নবনির্মিত “পুলিশ মার্ট” এবং “পুলিশ পার্ক” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ জুলাই) পবিত্র ঈদ-উল-আযহা-কে সামনে রেখে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফাঁকা স্থানে দৃষ্টিনন্দন নবনির্মিত ‘পুলিশ মার্ট ‘ ও “পুলিশ পার্ক” এর শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিবুল আলম, বিপিএম।

মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কল্যানে গঠন করেছে কো-অপারেটিভ সোসাইটি। এ সোসাইটির আওতায় স্থাপন করা হলো “পুলিশ মার্ট”।

উল্লেখ্য, পুলিশ মার্টে শপিং করার পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে সু-প্রশস্ত পুলিশ পার্ক যা প্রাক্তন পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান স্থাপন করেন। পুলিশ পার্কের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন করেন হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সিরাজগঞ্জ ।

অপরদিকে সপরিবারে আপ্যায়নের জন্য রয়েছে পুলিশ ক্যাফে যা ইতোপূর্বে উদ্বোধন ও সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। উদ্বোধনকৃত পুলিশ মার্টে শপিং করার জন্য রয়েছে সকল ধরনের পণ্য-সামগ্রী যা অতি সুলভ মূল্যে বিক্রয় করা হবে এবং যা সবার জন্য উন্মুক্ত।

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ, পুনাক সভানেত্রী, জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।