সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ- নিহত ২ জন
দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে অপর ট্রাকের হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালক।
২ মার্চ শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় কামারখন্দ উপজেলার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার কাহালু থানার উলত্ত গ্রামের আনিছার রহমানের ছেলে গোলাম মোস্তফা ও একই থানার শিকড় গ্রামের মৃত আবেদ আলীল ছেলে এখলাস । আহত চালক বক্কর আলী একই থানার উলত্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু রায় , ভোরে কোনাবাড়ি শহিদুল বুলবুল কলেজের সামনে একটি ট্রাক মহাসড়কের পেছনে দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও এখলাস মারা যান। এসময় আহত হন চালক বক্কর আলী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।