কাজিপুর

সিরাজগঞ্জে দিশারী ডায়গনস্টিক এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

“মানুষের দেহকে সুস্হ করতে”, “সাধ্যের মধ্যে সর্বোত্তম স্বাস্হ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে -সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া কাজীপুর রাস্তার মোড়ে অবস্হিত দিশারী ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর’১৮) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক, এমবিবিএস, ডি-কার্ড, এফসিসিপি,এফসিসি অধ্যাপক কার্ডিওলজিস্ট ক্লিনিক্যাল এন্ড ইন্টাররভেশনশনাল কার্ডিলাজিস্ট শের-ই-বাংলানগর ঢাকা, বীরমুক্তিযোদ্ধা ডাঃ নাজির আহমেদ চৌধুরী রন্জু উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে শুভ উদ্বোধন করেন।
এ সময় দিশারী ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড

ক্লিনিকের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মোঃ হাবিবুর রহমান (হাবিব), ডাইরেক্টর এ্যাডমিন শ্রী
সবুজ কুমার কৃষ্ণ, এক্সজিকিউটিভ ডাইরেক্টর (ইডি)মোঃ এনামুল হাসান খান (বাবু), ডাইরেক্টর মার্কেটিং মোঃ সাইদুল ইসলাম, ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড অডিট এনামুল ইসলাম, এনামুল হাসান খান ইঞ্জিয়ার মোঃ আব্দুল্লাহ আল- মামুন, রাজু আহমেদ সহ অন্যান্য বিভিন্ন রোগ নির্ণয়ের বিশেজ্ঞ ডাক্তার, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বেশ কয়েকজন অসুস্হ রোগী চিকিৎসা সেবা নিতে দেখা যায়।উদ্বোধন কালে দোয়াও মোনাজাত করা হয় অত্র প্রতিষ্ঠানের এমডি হাবিবুর রহমান হাবিব উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য বলেন, সিরাজগঞ্জ শহরে দিশারী ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে স্বাস্হ্য সেবায় সাধ্যের মধ্যে থেকে সঠিক রোগ নির্নয়ের ও সেবা প্রদানের অন্যতম প্রতিষ্ঠান আমাদের প্রতিস্ঠানে রয়েছে, ক্লিনিক্যাল প্যাথলজি, হিস্টো প্যাথলজি,ইকো কার্ডিওগ্রাম, ই.সি.জি(কম্পিউটার গাইডেড),শিশু, কার্ডিওলজিস্ট, মেডিসিন, সার্জাররী,গাইনী,অর্থোপেডিক্স,চর্ম ও যৌন চিকিৎসক সার্বক্ষনিক রয়েছেন।