সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দাফন -কাফন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

করোনা কোভিড -১৯ রোগে মৃত ব্যাক্তির মৃতদেহ ধর্মীয় রীতি অনুসারে নিরাপদ ভাবে দাফন / সৎকার সংশ্লিষ্ট নিদের্শনা বিষয়ক ইমামদের প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ অক্টোবর) সকালে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আল- মারকাজুল ইসলামী -AMI ও DRRF, UNDP এর যৌথ উদ্যোগে করোনা (COVID-19)মৃত ব্যক্তির মৃতদেহ ধর্মীয় রীতি অনুসারে নিরাপদ ভাবে দাফন কাফন সৎকার সংশ্লিষ্ট নির্দেশনা বিষয়ক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠানের প্রধান প্রশিক্ষক ও প্রধান অতিথি আল মারকাজুল ইসলামী AMI এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল ব্রম্যখোলা কওমী বহুলী মাদ্রাসা মো. মাওলানা আইনুল হক, ইমাম ও পেশ খতিব কোপদাসপাড়া জামে মসজিদ মওলানা আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, ইমাম সমিতির সহ -সাধারণ সম্পাদক ও দত্তবাড়ী আলফালা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ খতিব আলহাজ্ব মো. আক্কাছ আলী, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি হাফেজ মওলানা আব্দুল জলিল,প্রজেক্ট কো- অডিনেটর মো. মুনীরুল হক প্রমূখ।

এসময় সিরাজগঞ্জের বিভিন্ন মহল্লার মসজিদের ইমাম ও মহিলাদের কে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যে সকল ব্যাক্তি করোনা কোভিড -১৯ রোগে মৃতব্যাক্তির মৃতদেহ বা সন্দেহভাজন করোনা রোগীর মৃত দাফন সৎকার ব্যাবস্থাপনায় জড়িত বিষয় নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা।