সিরাজগঞ্জে তামাকের বিজ্ঞাপন অপসারন করে তামাক বিরোধী সাইনবোর্ড স্থাপন
নিজস্ব প্রতিবেদক:
“জীবন বাচতে তামাক ছাড়ি, তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি” এ্ প্রতিপাদ্যের আলোকেই সিরাজগঞ্জে তিনটি দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন থাকায় সেখান থেকে সেগুলো অপসারণ করে তামাক বিরোধী সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট ডাব্লিউ বিবি ট্রাস্ট ও ডেভেলপমেন্ট ফর ডিজএ্যাডভান্টেজড পিপল (ডিডিপি) সিরাজগঞ্জ এর সহযোগিতায় সিভিল সার্জন অফিস কর্তৃক স্থাপিত সাইনবোর্ড গুলো জনসচেতনতার জন্য বিশেষ ভুমিকার রাখবে মবে মন্তব্য করেছেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ইমান আলী।
ডেভেলপমেন্ট ফর ডিজএ্যাডভান্টেজড পিপল (ডিডিপি)এর নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা বলেন ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন (২০০৫) সম্পুর্নরুপে লংঘন করছে সকল তামাক কোম্পানি। তারা একের পর এক বিজ্ঞাপন প্রচার করেই যাচ্ছে। সাম্প্রতিক কালে করোনার ভয়াবহতা মোকাবেলাও বাধাগ্রস্থ্য হচ্ছে তামাক কোম্পানির জন্য।