সিরাজগঞ্জে তাঁতীদের মধ্যে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ প্রাথমিক পাচটি তাঁতী সমিতি’র মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে –
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার মালশাপাড়ায় উক্ত সূতা ও কেমিক্যাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মাহমুদ হোসেন।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন তিনি বলেন, করোনাকালে ক্ষতিগ্রস্থ তাঁতীদের টিকিয়ে রাখতে বছরজুড়ে পর্যায়ক্রমে সুতা ও কেমিক্যাল বিতরণ করে আসছে বাংলাদেশ তাঁত বোর্ড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের উপসচিব আবু মাসুদ, মহাপরিচালক কামনাশীষ দাস, কাষ্টমস অফিসার রোজিনা খাতুন, বাংলাদেশ তাঁত বোর্ড এর সভাপতি মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর তিন নম্বর ওয়ার্ড সমিতি, শাহজাদপুর উপজেলায় গাড়াদহ ইউনিয়ন, দূর্গানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সমিতি, খুকনী ইউনিয়নের ২নং ওয়ার্ড ও উল্লাপাড়া পৌরসভার প্রাথমিক সমিতির মোট ১২৬ জনকে মোট ৪ কোটি ৯৫ লক্ষ টাকার ক্যেমিক্যাল, রং ও সুতা বিতরন করা হয়।
এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতীরা বলেন, সরকার তাঁতীদের দিকে এভাবে সু-নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রাণ ফিরে আসবে।
এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন তাঁত সমিতির সদস্যরা।