সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক গাঁজাসহ কারবারি আটক

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ) সিরাজগঞ্জ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ আগষ্ট) জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এস আই(নিঃ)/মোঃ মেহেদী হাসান এর নেতৃত্তের একটি আভিযানিক দল ১৭ আগষ্ট ১০.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন খোকশাবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি উত্তরপাড়া গ্রামস্থ মোঃ আলমগীর শেখ (২৬), পিতা-মোঃ নুর ইসলাম এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার পার্শ্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মোঃ আইয়ুব আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আসামী মোঃ আইয়ুব আলী (৪৫), পিতা-মৃত মহের উদ্দিন, মাতা-মোছাঃ লালো বেগম, সাং-গেন্দুকুড়ি (বাড়াইপাড়া), থানা-হাতিবান্দা, জেলা-লালমনিরহাট এর হেফাজত হইতে জব্দকৃত ০১ (এক) কেজি গাঁজা’সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।