সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডিবি পুলিশ ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ( ডিবি পুলিশ) ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । মঙ্গলবার (২২জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের চর শৈলাবাড়ী গ্রাম হতে মাদকব্যবসায়ী (১) মোঃ মারুফ মন্ডল (২৮) -পিতা মোঃ শাহজামাল, সাং-ঘোড়াচরা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ। (২) কামরুল হাসান শুভ (৩২)পিতা -এস,এম,কামাল হোসেন, -সাং – চক মোহনবাড়ী, থানা-রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

উক্ত আসামী ২ জনকে জেলা গোয়েন্দা শাখার( ডিবিপুলিশ) পৃথক অভিযানে -এস,আই -মোঃ আরিফুল ইসলাম এবং তার সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় -মাদক কারবারি আসামীদের কাছ থেকেন ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন । এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।