সিরাজগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী রোকসানা গ্রেফতার।
আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে হেরোইন সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় এস আই মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনী এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ গ্রাম হেরোইন সহ মাদক সম্রাজ্ঞী রোকসানাকে (৩৫) গ্রেফতার করা হয়।
রোকসানা মাহমুদপুর রেলওয়ে কলোনীর বাসিন্দা মোঃ রেজাউল করিমের স্ত্রী।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।