সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডিজিটাল উপায়ে ভাতা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ০

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদে এটুআই প্রোগ্রাম ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদান সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এটুআই প্রোগ্রাম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এই অবহিতকরণ সভার প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনা খাতুন কনা।

শিয়ালকোল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শাহজাহান আলী ও ইউপি সদস্য সুর্বণা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসের হিসাব কর্মকর্তা উত্তম কুমার সাহা।
শিয়ালকোল ইউনিয়নের সদস্য, এলাকার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।