সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
শনিবার রাতে সিরাজগঞ্জ-কড্ডা সড়কের বারাকান্দি এলাকায় এক দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর পূর্বপাড়া মহল্লার সুরুতজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, রাতে শহরের রেলগেট থেকে ব্যাটারি চালিত অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় যাচ্ছিল। অটোরিকশাটি বারাকান্দি নামক এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষনা করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হা-মীম এতথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।