সিরাজগঞ্জে টায়ার পুড়িয়ে জ্বালানি তেল তৈরি; হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
মো. পারভেজ সরকার –
সিরাজগঞ্জের রায়গঞ্জে টায়ার পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কালি। আবাদি জমিতে গড়ে তোলা এ কারখানার কালো ধোঁয়া আর উৎকট গন্ধে হুমকিতে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য।
উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকায় সরেজমিনে গিয়ে দেখাযায়, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা যানবাহনের পুরনো টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে এক ধরনের জ্বালানি তেল। কিন্তু এর বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত হচ্ছে এলাকার পরিবেশ। বাতাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া আর কালি মিশে পরত পড়ছে গাছে গাছে। এতে পুকুরের পানি দূষিত হয়ে মরে যাচ্ছে মাছ। সেই সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে নানা প্রজাতির গাছের ফুল ও ফল।
স্থানীয়রা জানান, কারখানাটিতে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বাস, ট্রাক, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের পুরনো টায়ার আগুনের তাপে গলিয়ে তৈরি করা হয় জ্বালানি তেল এবং কালি। এর পাশাপাশি পোড়ানো টায়ারের ভেতর থেকে বের করা হয় লোহা তৈরির কাঁচামালও।
স্থানীয়দের অভিযোগ, কারখানার বিষাক্ত ধোঁয়া ও কালি বাতাসের সঙ্গে মিশে ছড়িয়ে পড়ছে ধানের পাতায়, গাছ ও পুকুরে। এতে একদিকে পুকুরের পানি দূষিত হয়ে মরে যাচ্ছে সব মাছ। অন্যদিকে গাছের ফুল ও ফল নষ্ট হয়ে ঝরে পড়ছে। এছাড়া স্থানীয় লোকজনের মধ্যে দেখা দিচ্ছে শ্বাসকষ্টসহ নানা রোগ। পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনের কাছে এমন কারখানা বন্ধের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় কৃষক সোবহান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার অবস্থাও ভয়াবহ, মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না। পুকুরে ডিম দিয়েছিলাম রেনু করার জন্য। সব মরে গেছে। এর আগে এলাকাবাসীর কঠোর ভূমিকায় বন্ধ ছিল কারখানাটি। কিছুদিন পরেই আবার তা চালু হয়েছে।
সুরেশ চন্দ্র মাহাতো নামে আরেক কৃষক বলেন, “মাঠে কাজ করতে গেলেই দুর্গন্ধে মনে হয় বমি হয়ে যাবে। বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে শ্রমিকরা মাঠে কাজ করতে চায় না। বাধ্য হয়ে জমি কম দামে বর্গা দিতে হচ্ছে। পানিতে নামলে চর্মরোগ হচ্ছে। ধানের ফলন ভালো হচ্ছে না।”
কোম্পানিটির ম্যানেজার স্বপন শেখ বলেন, “পুরনো টায়ার পুড়িয়ে ফার্নেস ওয়েল ও কালি তৈরি করা হয়। যা বিভিন্ন ফায়ারিং কাজে ব্যবহার হয়। কালি ইটভাটায় বিক্রি করি। অনুমোদন সংক্রান্ত কাগজপত্রের বিষয়ে স্যারের সঙ্গে কথা বলতে হবে বলে জানান তিনি।”
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম জানান, এ ধরনের কোন কোম্পানিকে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড় পত্র দেওয়া হয়নি। তবে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
মো. পারভেজ সরকার।
প্রতিনিধি,সিরাজগঞ্জ।