সিরাজগঞ্জে জেলা মহিলা দলের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥
সিরাজগঞ্জের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা মহিলা দল।
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াছমিন হাসির সভাপতিত্বে মঙ্গলবার সকালে ভাসানী মিলনায়তন চত্বরে ৩০মিনিট স্থায়ী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে মহিলা দলের নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সালমা খাতন, সালেহা খাতুন, মেরী খাতুন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক শামিম খান, হারুন অর রশিদ খান হাসান, রকিবুল হাসান রতন, অমরকৃষ্ণদাস, সাংগঠনিক সম্পাদক আবুু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সহ অন্যরা।