সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ।

ষ্টাপ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌর আওয়ামীলীগের একটি বিক্ষোভ মিছিল শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে এলে বিক্ষোভকারীদের একটি অংশ জেলা বিএনপির বন্ধ তালাবদ্ধ কার্যালয়ে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে পরে তালা ভেঙ্গে অফিসের ভিতরে ঢুকে চেয়ার টেবিল ব্রেন্স, ফ্যান, টিভি ও ব্যানার ফেস্টুন ছবি ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।

এরপর বিক্ষোভ, কারীর আরেকটি অংশ জেলা বিএনপির সহ -সভাপতি অধ্যাপক রহমতুল্লাহ আইয়ুবের ইবি রোডস্থ ৫ম তলা পাকা ভবনে হামলা করে গ্লাস ভাংচুর করা হয় এবং নিচ তলার বন্ধ দোকান ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করার চেষ্টা করে। বিএনপি অফিসের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীনের বাসা হামলা করে ভাংচুর করা হয় বলে জানা যায়। বিক্ষোভ কারীদের হামলায় আতংক ছড়িয়ে পড়লে অত্র এলাকার দোকান মালিকগন দোকান-পাট বন্ধ করে দেয়। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর ফায়ার সাভির্সের একটি টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়।