সিরাজগঞ্জে জেলা পরিষদের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে জেলা পরিষদের অফিস চত্বরে প্রায় (৩৮,০০০০০) আটত্রিশ লক্ষ টাকা ব্যয়ে বাউন্ডারী ওয়াল এবং অভ্যন্তরীণ রাস্তাসহ – ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা জুন) দুপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার করোনা সংক্রমণ কঠোরভাবে মোকাবেলা করছেন এবং বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ কার্যালয়ের রাস্তা, ড্রেন ও নিরাপত্তা বেষ্টনী ওয়ালসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলা করতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় জেলা পরিষদের নবাগত জেলা পরিষদ সচিব কামরুন নাহার, প্যালেন মেয়র ৩ এ্যাডঃ সেলিনা পারভীন পান্না, ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সৌরভ কুমার সাহা, হিসাব রক্ষক সুরজিৎ কুমার মজুমদার, উচ্চমান সহকারি সেলিনা খাতুন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।