সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ১২৫জন ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন ) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে- এবং জেলা প্রশাসনের সহযোগিতায়- উক্ত ইমাম সম্মেলনে- প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

জেলাপ্রশাসক তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক ও ইমাম মানুষ গড়ার কারিগর। ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু কিছু মানুষ আজ ধর্মকে ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ সৃষ্টি করছে।তাই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন ইমাম ও শিক্ষকবৃন্দ। কিন্তু একটি দুষ্ট চক্র ইমামদের পোষাক এবং পবিত্র গ্রন্থের বিভ্রান্তমূলক ব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে জঙ্গি হিসেবে তৈরী করে। সমাজে অশান্তি সৃষ্টি করে। এদের থেকে সতর্ক থাকতে হবে। পুলিশ সুপার হাসিবুল আলম বলেন,সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ধর্ষণ, ইভটিজিং, দুর্নীতিসহ সকল অপরাধ ইসলামে হারাম। সমাজ থেকে এই সমস্ত অপরাধ নির্মূলে ইমামরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। জুমার খুতবায় এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে ইমামরা এ সকল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে তাহলে সমাজ থেকে এ সকল অপরাধ অনেক কমে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কার সিদ্দিক প্রমূখ।

এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শাহজাদপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাসিবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দিন ফারুকী, হিসাব রক্ষক মোঃ ইব্রাহীম খলিল, এল.ডি.এ মোঃ আব্দুস সাত্তার সহ জেলা পর্যায়ের ইমামগণ ও বিশিষ্ট আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।