সিরাজগঞ্জে জেনারেশন ব্রেকথ্রু’র পাঁচ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“শিক্ষা নিয়ে গড়বো, দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে, মুজিবশতবর্ষ – সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে, জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায় -২ জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল বিষয়ক মৌলিক প্রশিক্ষণের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী হয়েছে । অনুষ্ঠানটি- বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর বাস্তবায়নে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) এ সহযোগিতায় কন্সার্ন ফর ফ্যামিলি ডেভলপমেন্ট (সি ডব্লিউ এফ ডি) এর মাঠ পর্যায়ে কারিগরি সহযোগিতায় করা হয়।
শনিবার (১৪মার্চ) বিকেলে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শিক্ষা অফিসের সহকারি পরিচালক রবিউল হাসান মন্ডল প্রমুখ । এতে সভাপতিত্ব করেন, বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ নুরুল আলম শেখ। এসময় সিরাজগঞ্জ জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের ফিল্ড ম্যানেজার মোঃ শাহীন আলম, টেকনিক্যাল অফিসার পুলক কান্তি দাস, মমতাজ মহল, শাহিদা সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা ও সকল প্রশিক্ষণার্থীরা উপস্হিত ছিলেন। উক্ত পাঁচ দিনব্যাপী ওই প্রশিক্ষণে ২৫ টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরা অংশ গ্রহণ করেন। সমাপনীতে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে শিক্ষা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়।