সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় সপ্তাহ শুরু

চলো সবাই সঞ্চয় করি,ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের মত সিরাজগঞ্জ জেলা সঞ্চয় অফিসের আয়োজনে ৭-১৩ এপ্রিল সপ্তাহব্যাপী সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার সকালে আনন্দমূখর পরিবেশে র্যালির মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে এ কর্মসূচী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন সিরাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা আহসান। সঞ্চয় সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসার তানিয়া হাসান। এ কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী পরিচালক ফারহানা পারভীন,উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম ও অফিস সহকারী মোঃ সুরুজ্জামান।

সাতদিনব্যাপী এ কর্মসূচীর মধ্যে রয়েছে উঠান বৈঠক,স্কুল ছাত্র-ছাত্রীদের উদ্বুগ্ধকরণ সভা, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রচারনা ইত্যাদি।