সিরাজগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এর শুভ উদ্বোধন।
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৩০ অক্টোবর হতে ৫ নভেম্বর -২০২১) এর শুভ উদ্বোধন করা হয়েছে। জানা যায়, ৫ বছর হতে ১৬ বছর বয়সের শিশু-কিশোর,কিশোরীদের ডোজ টিকা খাওয়ানো হবে। সদর উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৫৭৩ টি স্বাস্থ্য কেন্দ্রে -১০৫৯২১ জন শিশু-কিশোর-কিশোরীদের মাঝে কৃমি নিয়ন্ত্রণ করন ডোজ খাওয়ানো হবে। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় ৩৬৭১ টি কেন্দ্রে ৮,৪৭,৫০১ জনকে ডোজ টিকা খাওয়ানোর লক্ষ্যেমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আব্দুল্লাহআল- মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক শিশু-কিশোর সহ সর্বসাধারণের সু-স্বাস্থ্য নিশ্চিত করনে জননেত্রী শেখ হাসিনা সরকার স্বাস্থ্য বিভাগের উন্নতি ও সব ধরনের চিকিৎসা ও সেবা সফল ভাবে কাজ করে যাচ্ছে।
এতে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস, অধ্যক্ষ ডাঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম হিরা,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল আহমেদ, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম প্রমুখ। এ
সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা যুব আওয়ামী মহিলালীগের সভানেত্রী জুলেখা পারভিন শিয়ালকোল ইউনিয়ন আওয়ালীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার সহ অনেকে।