সিরাজগঞ্জে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আগামী ৬,৭ ও ৮ মার্চ-২০২০ অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলন, ও সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা প্রর্দশন করা হয়েছে।
রোববার (১মার্চ -২০২০) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়াম উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল ও সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবীন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল কুদ্দুস, সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহম্মেদ, সাংবাদিক দিলীপ গৌর প্রমুখ । এসময় অন্যান্য সাংবাদিকরা ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের নেতৃবৃন্দরা ও সদস্য -সদস্যারা উপস্হিত ছিলেন।