সিরাজগঞ্জে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের দ্বি-বাষিক অধিবেশন অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দিনব্যাপী দ্বি-বাষিক অধিবেশন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে-
শনিবার (৪ নভেম্বর-২০২৩ খ্রীঃ) সকাল হতে রাত ১০ পর্যন্ত অনুষ্ঠান সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পৌরভাসানী মিলনায়তনে দ্বি-বাষিক অধিবেশন উদযাপন করা হয়।
সকালে খ্যাতনামা দেশবরেণ্য সংগীত শিল্পী ওস্তাদ বুলবুল ইসলাম ও লিলি ইসলাম দু’শতাধিক সংগীত শিল্পীদের প্রশিক্ষণ প্রদান করেছেন ।
বিকেলে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার অধিবেশনে পুনরায় ড. জান্নাত আরা তালুকদার হেনরী’কে সভাপতি এবং নূরে আলম হীরা’কে সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এসময়ে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডাঃ আব্দুর রশিদ, মনোয়ার হোসেন জিন্না, নীলমণি চন্দপাল, রতন লাল সূত্রধর, সম্পাদক মন্ডলীর সদস্য, আলপনা ভৌমিক, কানিজ রেহানা মুন্নি, ফরিদুল ইসলাম সহ সকল সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষ পর্বে দেশ বরণ্য ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীদের বিশেষ মনোমুগ্ধকর সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময়ে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা , স্বজনেরা, আগত অতিথি, শিল্পীরা ও দর্শকের উপস্থিতি ছিলেন।