সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
“মাছ চাষে গড়বো দেশ”বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ জেলাপ্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, এবারের প্রতিপাদ্য বিষয় :” মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রতি ” জাতীয় মৎস্য সপ্তাহ (১৭ জুলাই হতে ২৩ জুলাই -২০১৯) পর্যন্ত এর নানা আয়োজন নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮জুলাই) সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ে সন্মুখ হতে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদ্মপুকুরে মাছের পোনা অবমুক্ত করনের পর অফিসার্সক্লাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং তিনদিন ব্যাপি মৎস্য মেলা ।
এ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা কল্যাণ ও আইসিটি) মোঃ তোফাজ্জল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহেদ আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, ভাইস-চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দীপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, এ্যাডঃ বিমল কুমার দাস, জেলা মৎস্যজীবি সমিতি’র সভাপতি সুরুজ্জামান তালুকদার,প্রচার সম্পাদক টি,এম মাঈনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে, চৌহালী উপজেলাতে ২০১৮সালে মৎস্য ক্ষেত্রে মা ইলিশ রক্ষায় অবদানের জন্য পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়েছে। সে সময়ের চৌহালী উপজেলার এসিল্যান্ড মোঃ আনিসুর রহমান ও ওসি মোঃ জাহাঙ্গীর আলম এবং জেলার কয়েকজন মৎস্যচাষীকে। এসময় অনুষ্ঠানে, জেলা আওয়ামী যুবলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক একরামুল হক,জেলা মৎস্য অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সহকারি মৎস্য অফিসার মোঃ আমজাদ হোসেন, মৎস্য জরিপ কর্মকর্তা শরীফুল ইসলাম, সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্যকর্মকর্তা মোঃ আনোয়ারা হোসেন সহ জেলার বিভিন্ন মৎস্য সমিতি, মৎস্যচাষীরা ও জেলেদের একাংশ উপস্হিত ছিলেন ।