সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ॥
“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নয়ন জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ মার্চ ২০১৯ইং সকালে সিরাজগঞ্জ জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ইং এর বর্ণাঢ্য এক র্যালি উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে এসে শেষ হয়। এসময় র্যালিতে আরোও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজওয়ান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ, পিটিআই ইন্সট্রাক্টর মোঃ উজ্জ্বল হোসেনসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা বান্ধব, শিক্ষা অগ্রগতি, অগ্রনী ভুমিকা পালনে দিক নির্দেশনা মুলক জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও চিত্র অবলোকন করেন। ভিডিও চিত্র শেষে এক আলোচনা সভা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজওয়ান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ, পিটিআই ইন্সট্রাক্টর মোঃ উজ্জ্বল হোসেন, শিক্ষক প্রতিনিধি জগৎগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মিজানুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় নারায়ণ পাল। সার্বিক ব্যবস্থাপনা জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল ফারুক। সপ্তাহ ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ পালনের মধ্যে আরও রয়েছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিশুদেরকে আগ্রহী করে তুলতে ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ১৮-১৯মার্চ জেলা প্রাথমিক কার্যালয় প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে এবং সপ্তাহ ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে শিক্ষা উপকরণ মিনা কার্টুন প্রদর্শনসহ শিশু শিক্ষামূলক ভিডিও চিত্র পোষ্টার ব্যানার, সহজ পাঠ শিক্ষা কার্যক্রমের বিষয়াদি উপস্থাপন করা হবে।