সিরাজগঞ্জে ছেলে ধরা সন্দেহে যুবককে গনপিটুনী- ১৩জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জে ছেলে ধরা সন্দেহে আলম নামে মাদকাসক্ত এক যুবককে গনপিটুনীর ঘটনার মুলহোতা সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসার অধ্যক্ষসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেন। অধ্যক্ষ মওলানা হাফিজুর রহমানকে মুলহোতা ও একই এলাকার বাসিন্দা আইনাল হকসহ বাকীদের সহযোগী হিসেবে মামলায় অভিযুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকীদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক আলী জাহান। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। গনপিটুনীর ঘটনায় অধ্যক্ষসহ ৪ সন্দেহভাজনকে থানায় জিজ্ঞাবাদের জন্য আনা হলেও পরে আব্দুল আউয়াল ও মোখলেছুর রহমানকে ছেড়ে দেয় পুলিশ। প্রাথমিক তদন্তে ওই দুজন নিরাপরাধ হওয়ায় তাদের ছেড়ে দিয়ে অধ্যক্ষসহ দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মোহাম্মদ দাউদ জানান। গনসচেতনা সৃষ্টিতে সদর উপজেলার সবকটি ইউনিয়নের পুলিশের পক্ষ্য থেকে মাইকিং করা হচ্ছে। মঙ্গলবার ভোরে মাদ্রাসার জ্বানালা দিয়ে ঢুকে চুরির আগেই মাদকাসক্ত আলমকে ধরে গনপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসি। গুরুতরাবস্থায় আলমকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।