সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের দত্তবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন দত্তবাড়ী মহল্লার আব্দুল মজিদের ছেলে।
সিরাজগঞ্জ থানার সদর থানার উপ পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।