সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চিকিৎসাধীন সেই বৃদ্ধার পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন সেই অসুস্থ বৃদ্ধার পরিচয় মিলেছে। তিনি বগুড়ার দুপচাচিয়া এলাকার বাসিন্দা ও যাত্রাদলের শিল্পী শ্যামলী রানী (৫৬)। তাকে তার সন্তানরাই ওই রেলস্টেশনে ফেলে রেখে যায়।
তার স্বামী প্রায় ২ বছর আগে মারা গেছেন। তার একমাত্র ছেলের নাম কালু যিনি যাত্রাদলের ঢোল বাদক। হাসি ও খুশি নামে দুটি মেয়েও রয়েছে তার। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা মেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এই বৃদ্ধার পরিচয় মিলেছে।
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার সিংপাড়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকজন ব্যক্তি এসব তথ্য জানান।
তারা জানান, ওই বৃদ্ধার নাম শ্যামলী রানী। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকারই মেয়ে ছিলেন। তিনি যাত্রাদলের শিল্পী হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছিলেন। প্রথমে তার বিয়ে হয় এক সংখ্যালঘু ব্যক্তির সঙ্গে। কিছুদিন পর এই বিয়ের বিচ্ছেদ হয়। পরবর্তীতে যাত্রাদলের এক মুসলিম শিল্পীর সঙ্গে তার বিয়ে হয়। এতে শ্যামলীর সঙ্গে তার মায়ের বাড়ির আত্মীয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
পৌর এলাকার বিয়ারঘাট এলাকার বাসিন্দা তনু সিং সাংবাদিকদের জানান, শ্যামলী আমার ফুপাতো বোন। রেলওয়ে কলোনি মহল্লায় শ্যামলীর খালা কানন বালা ও মাধবী রানী এখনও জীবিত রয়েছেন। শুনেছি দুপচাচিয়া এলাকার কোনো এক মুসলিম যাত্রাশিল্পীর সঙ্গে শ্যামলীর বিয়ে হয়েছিল। তার ওই দুই মেয়ে ও একটি ছেলেও রয়েছে। পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা শ্যামলী বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সমাজকর্মী মামুন বিশ্বাসসহ অনেকেই এই বৃদ্ধার খোঁজ-খবর নিচ্ছেন। তার পরিবারের এখনও কোন খোঁজখবর পুরোপুরি না পাওয়ায় তাকে বৃদ্ধাশ্রমে দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে।
মামুন বিশ্বাস সাংবাদিকদের বলেন, চরম নির্মমতা ও নিষ্ঠুরতার পরিচয় দিয়ে এই বৃদ্ধাকে প্রায় চার সপ্তাহ আগে স্টেশনে ফেলে রেখে যায় তার স্বজনরা। তিনি মৃত্যুযন্ত্রণা নিয়ে স্টেশনের পাশের খোলা জায়গায় অবস্থান করছিলেন। প্রায় ১ মাস আগে এই অসুস্থ বৃদ্ধাকে উল্লেখিত স্থান থেকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, ওই বৃদ্ধার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।