সিরাজগঞ্জে চাল বিতরণে অনিয়মঃ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের কাজিপুরে ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের জন্যে বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়ায় চরগিরিশ ইউপি চেয়ারম্যান জহুরুল হক মিন্টুর বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। পিআইও অফিসের ত্রাণ শাখার উপসহকারি প্রকৌশলী এসএম আবু মোতালেব ওই চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসসূত্রে জানা গেছে, দেশব্যাপী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ঘরে থাকা চরগিরিশ ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্যে বরাদ্দকৃত দেড়টন চাল গত রবিবার (৫এপ্রিল) ওই চেয়ারম্যান বিতরণ করেন।
এসময় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সরেজমিনে গিয়ে বিতরণকৃত চাল মেপে পরিমাণে কম দেয়ার বিষয়টি ধরে ফেলেন। এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘ওই চেয়ারম্যানকে ত্রাণ বিতরণ কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং ওজনে কম দেয়া চাল পরিষদে জমা দিতে বলা হয়েছে।’