সিরাজগঞ্জে চন্ডিদাসগাঁতী বাজারের ৪র্থ তলা ভবন কাজের ভিত্তি প্রস্ত্তর স্হাপন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে দ্বিতল বিশিষ্ট গ্রামীণ বাজার ৪র্থ তলা ভীত বিশিষ্ট নির্মাণ কাজের ভিত্তি স্হাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) দুপুরে উক্ত অনুষ্ঠানের ভিত্তি স্হাপন করেন ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করছে যা সাদৃশ্যমান, ডিজিটাল টেকনোলোজিতে এগিয়ে যাচ্ছে দেশ। তাই আপনারা এ সরকারকে শক্তিশালী করতে পাশে থাকার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ এলজিইডি’র সহকারি প্রকৌশলী বদরুদ্দোজা, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা প্রমুখ।
এসময় অনুষ্ঠানে ৪নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন, চন্ডিদাসগাঁতী বাজার কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান সহ জেলা যুব মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিয়ালকোল আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্হানীয় যুবলীগের, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্হানীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিয়ালকোল ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের নূরে আলম দুলাল। কাজটি ২কোটি ৩৫লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে বলে কাজের ঠিকাদার প্রতিষ্ঠান মির্জা কন্সষ্ট্রাকশন এ তথ্য জানান।