সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গ্রুপ থিয়েটার তরুন সম্প্রদায়ের ৪০বছর পূর্তিতে চলছে ৪ দিন ব্যাপী উৎসব আয়োজন

সিরাজগঞ্জে গ্রুপ থিয়েটার তরুন সম্প্রদায়ের ৪০বছর পূর্তিতে চলছে ৪ দিন ব্যাপী উৎসব আয়োজন।
গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় ৪দিন উৎসব আয়োজনের শুভ উদ্বোধন। উৎসব উদ্বোধন করেন গাজি শফিকুল ইসলাম শফি,মুক্তি যোদ্ধা ও সাবেক কমান্ডার জেলা মুক্তি যোদ্ধা সংসদ।

প্রতিদিন সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জের পৌর মিলনায়তনে চলছে এই উৎসব আয়োজন।
আজ ৯ সেপ্টেম্বর আলোচনা,গুনিজন সংবর্ধনা ও তরুন সম্প্রদায়ের মঞ্চ সফল নাটক “বাউথ নামা” মঞ্চায়িত হবে।

১০ সেপ্টেম্বর আলোচনায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের বিখ্যাত নাট্যকার,নির্দেশক ও অভিনেতা মঞ্চ সারথি আতাউর রহমান।সব শেষে থাকছে মুক্তি যুদ্ধ ভিত্তিক নাটক “অসমাপ্ত ” রচনা মাহফুজা হিলালী ও নির্দেশনায়য় আমিনুর রহমান মুকুল।
দেশের বিখ্যাত মডেল, অভিনেত্রী ও নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ কে গুনিজন সম্মাননা দেওয়া হয় ৭ সেপ্টেম্বর।

তরুন সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দিন পবলু ও ৪দিন ব্যাপী উৎসব আয়োজনের আহবায়ক ফরিদুল ইসলাম সোহাগ।