শাহজাদপুর

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে অগ্নিকান্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বাড়াবিল গ্রামে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন প্রাণ হানির ঘটনি। তবে একটি ঘরসহ বিভিন্ন আসভাবপত্র পুড়ে গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনজুরুল আলম জানান, রোববার দুপুরে ওই গ্রামের আব্দুল হাকিমের বাড়ীর রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে। এতে একটি ঘরসহ বিভিন্ন আসভাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রশিক্ষন না থাকায় এই ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান।