সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আবুল কাশেম (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

গ্রেপ্তারকৃত আবুল কাশেম জেলার এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের রহম আলীর ছেলে। গতকাল শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদে রাতে সদর উপজেলার মুলিবাড়ী চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।

এঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। আলামতসহ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।